1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন

শেরপুরে ৯ জুয়াড়ি গ্রেফতার

মোঃ মুরাদ হাসান
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৬৩ বার পঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে জুয়া খেলার সরাঞ্জামাদিসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশ শহরের চাঁপাতলী মহল্লায় অভিযান চালিয়ে  জুয়া খেলা অবস্থায় ওই ৯ জুয়াড়িকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মৃত. হুরমুত আলীর ছেলে আলাল উদ্দিন (৫০), আনোয়ার হোসেনের ছেলে সুজন (৩৫), আশরাফ আলীর ছেলে মামুন মিয়া (৪০), নান্নু মিয়ার ছেলে আঃ মজিদ (৩৮), মানিক মিয়ার ছেলে লোকমান মিয়া (৩৮), মকছেদ আলীর ছেলে আশকর আলী (৩৮), কামাল মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), মিয়ার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৫), তমল মিয়ার ছেলে শাহীন (৫০)। গ্রেফতারকৃত সকলেই শেরপুর শহরে চাপাতলী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চাঁপাতলী মহল্লার সুজন মিয়ার বশত বাড়ীতে অভিযান চালায়। ওইসময় জুয়া খেলারত অবস্থায় তাস ও টাকা এবং জুয়ার খেলার সরাঞ্জামাদিসহ ওই ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করে সদর থানার নিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানায় জুয়া আইনে গ্রেফতারকৃতদের নামে একটি মামলা রুজু করা হয়েছে ৷ সোমবার দুপুরে জুয়াড়িদের আদালতে পাঠায় সদর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..