মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সাবেক এমপি ও বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌর মেয়র আহম্মেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান।
দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের উদ্দেশ্যে সরকারি নির্দেশনা পাশাপাশি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, গাংনী ইটভাটা সমিতির সভাপতি এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানাসহ উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply