নরসিংদী প্রতিনিধি
দুরারোগ্যে কিডনি রোগে আক্রান্ত অসুস্থ কিশোর বেলায়েত (১২) এর পাশে দাঁড়িয়েছে আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘ নামে স্থানীয় যুবকদের এই সামাজিক সংগঠনটি।
শুক্রবার বিকালে নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের মুরাদনগর ঈদগা মাঠে সংগঠনের পক্ষ থেকে অসুস্থ কিশোর বেলায়েতের পরিবারের সদস্যদের হাতে তার চিকিৎসার্থে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদকসহ অন্যান্যরা।
বেলায়েত নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের আমির হোসেনের ছেলে। তার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে বলে জানা যায়। উন্নত চিকিৎসা সেবা পেলে হয়তো বেলায়েত আগের মত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শাকিবুল হক, নাজমুল হক, কাউসার মাস্টার, ডাক্তার সুমন আহমেদ দূর্জয়, তানভীর, বশির আহমেদ, জসিম মাস্টার, মাসুদ রানা দিপু, ডা: এনামুল হক, কামরুল ইসলাম, হেলাল সিকদার, আব্দুল মমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সাধারণ সম্পাদক তার বক্তৃতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উক্ত সংগঠনের সভাপতি স্পেন প্রবাসী তামিম আবুবক্কর ও সহ-সভাপতি সৌদি প্রবাসী আবু জয়নব(সাদ্দাম) এর প্রতি।
ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল বলেন, আমরা আশা করবো বেলায়েত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তবে তার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা। যার জন্য প্রয়োজন অনেক টাকার। যা বেলায়েতের পরিবারের কাছে নেই। আজ বেলায়েতের চিকিৎসার সহযোগিতা আমরা এগিয়ে এসেছি। আশাকরি সমাজের বিত্তবানরাও তার পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিবে। তাই বলতে হয়- *জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর*।
উল্লেখ্য ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই বিষয়টি হৃদয়ে ধারন করে সমাজের অবহেলিত, দুস্থ, অসুস্থ মানুষের সেবায় কাজ করার লক্ষ্যে নরসিংদী প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালীর এক ঝাঁক তরুন ও যুবকরা গঠন করে আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘ।
Leave a Reply