শেরপুর প্রতিনিধি
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় পালন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রবিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেলায় এই দিনটি পালন করা হচ্ছে।
সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর জেলা প্রশাসন চত্বরে প্রশাসনের সকল সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭ টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি পুষ্পস্তবক অর্পণ করেন ৷ পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোমিনুর রশিদ, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরি ৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়েদ এ জেড মোরশেদ আলী, জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাক্তার এ কে এম আনোয়ারুর রউফ , পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ আল মামুন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, অতিরিক্ত জেলা প্রশাসন ( রাজস্ব) ফরিদা ইয়াসমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মদ, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হিরো, হুইপ কন্যা ডাক্তার শারমিন রহমান অমিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা – কর্মচারী, পুলিশ প্রশাসনের কর্মকর্তা – কর্মচারী জেলা ও উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগের নেতৃবৃন্দগন সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোআ করা হয় ৷
Leave a Reply