বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন।
নির্ধারিত সময়সূচী অনুযায়ী দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন ও পরে সকাল ০৮.৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটির যাত্রা শুরু হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা বনি আমিন খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান সজিব সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
পরে ১৫ আগস্ট এর সকল শহীদের আত্মার মাগফেরাত এবং শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply