নরসিংদী প্রতিনিধি
সৌদি প্রবাসী এক রেমিটেন্স যোদ্ধার উদ্যোগে নরসিংদীর প্রত্যন্ত চরাঞ্চলে করোনাকালীন সময়ে সাধারণ মানুষের সেবা মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। নরসিংদীর সদর উপজেলা আলোকবালী ইউনিয়নে এই মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেন উক্ত ইউনিয়নের বাখর নগর গ্রামের হাজী জারু মিয়ার ছেলে সৌদি প্রবাসী আবু জয়নাব সাদ্দাম। সোমবার (১৬ ই আগস্ট) ইউনিয়নের বাখর নগর পূর্বপাড়া ভূঁইয়া ফার্মেসিতে এই মেডিক্যাল ক্যাম্প বসিয়ে এ যাত্রা শুরু করা হয়।
করোনাকালীন এই সময়ে স্বাস্থ্য সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে গোটা ইউনিয়নকে ৫টি ইউনিটে ভাগ করে সপ্তাহে একদিন করে এই ইউনিটগুলোতে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া হবে বলে জানান এর উদ্যোক্তা। আর প্রত্যেকটি ইউনিটের জন্য একটি করে মোট ৫টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। ৫টি ইউনিট হচ্ছে বাখর নগর ও সাতপাড়া ১ নং ইউনিট, মুরাদনগর ও বকশালীপুর ২ নং ইউনিট, কাজিরকান্দি ও নেকজানপুর ৩ নং ইউনিট, আলোকবালী বাজার ৪ নং ইউনিট এবং খোদা দিলাকে ৫ নং ইউনিট হিসেবে রাখা হয়েছে। প্রতি ইউনিটে দু’জন করে এমবিবিএস ডাক্তার দ্বারা ফ্রী মেডিক্যাম্পে স্বাস্থ্য সেবা দেওয়া হবে।
সোমবার এই ফ্রী মেডিক্যাল ক্যাম্পের প্রথমদিন এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে আসেন। এদিন ১নং ইউনিটের বাখর নগর ও সাতপাড়া গ্রামের প্রায় দুইশত রোগীর স্বাস্থ্য সেবা প্রদান করেন ডাক্তার জিনাত আরা নাজনীন ও ডাক্তার মাহবুবুর রহমান। বাখর নগর পূর্বপাড়া ভূঁইয়া ফার্মেসিতে এই মেডিক্যাল ক্যাম্প সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করে।
এসময় মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিতে আসা বাখর নগর গ্রামের রহিম মিয়া বলেন, ‘আমাদের ইউনিয়নে বহুৎ পয়সাওয়ালা আছে। সাধ্য থাকলেও সাধ নাই। সাদ্দামই এলাকার সাধারণ মানুষের কথা ভেবে আমাদের জন্য ফ্রী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে আরও সেবা করার তৌফিক দেয়।’
উদ্যোক্তা আবু জয়নব সাদ্দাম হোসেন বলেন, এটা আমার ক্ষুদ্র প্রয়াস , করোনা মহামারী যতদিন থাকবে ততদিন আমার ইউনিয়ন বাসীর পাশে থেকে সেবা করে যাব ইনশাআল্লাহ। এই মেডিক্যাল ক্যাম্প সপ্তাহের একদিন একেক ইউনিটে বসিয়ে ওই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। আজ হয়তো এলাকাবাসীর পাশে আমি এসে দাঁড়িয়ে অন্যদিন অন্যরা আসবে। তাই আমি এলাকার সকল বিত্তশালীদেরকে ইউনিয়ন বাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
Leave a Reply