1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮ অপরাহ্ন

নরসিংদীতে টিকাদান কার্যক্রম ৫ দিন বন্ধ থাকার পর পূণরায় শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে করোনার টিকাদান কার্যক্রম টানা ৫ দিন বন্ধ থাকার পর পূণরায় শুরু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে একযোগে জেলার ৮টি টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে টিকা সংকটের ফলে গত বুধবার থেকে জেলার মোট ৮টি কেন্দ্রে করোনার টিকাদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, শনিবার বিকালে সিনোফার্মার ৩১ হাজার ২০০ সিঙ্গেল ডোজ টিকা পাওয়া গেছে। এরফলে সোমবার সকাল থেকে জেলার মোট ৮টি কেন্দ্রে টিকাদান কর্যক্রম শুরু হয়েছে। শুধুমাত্র নিবন্ধন করে টিকাগ্রহণের ম্যাসেজ পেয়েছেন এমন ব্যক্তিরাই টিকা পাবেন। সে অনুযায়ী নরসিংদী সদর হাসপাতাল, জেলা হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মোট ৮টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।

নরসিংদীতে এ পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭০০ ডোজ টিকা বরাদ্দ পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে সিনোফার্মের ১ লাখ ১৩ হাজার ২০০ ডোজ এবং কোভিশিল্ডের ১ লাখ ১৫ হাজার ৫০০ ডোজ। নিয়মিতভাবে টিকা সরবরাহ অব্যাহত থাকলে নিবন্ধিত সকল মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..