বিনোদন ডেস্ক:
বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল একজন কণ্ঠ শিল্পী সাবরিন। গানের প্রতি নিবেদিত এই সংগীতশিল্পী করোনাকালে নতুন গানের কাজ করছেন নিয়মিত। চলতি মাসে গানটি উন্মুক্ত হবে। এরমধ্যে দুটি গানের সংগীত করেছেন সময়ের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বেলাল গান। ইতোমধ্যেই গান দুটি ইউটিউবে প্রকাশ হয়েছে।
গত সপ্তাহে আমার গান ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সাবরিনের ‘জোড়া চোখ’। যে গানটি সংগীতায়োজন করেন বেলাল খান। গানের কথা লিখেছেন এ মিজান। বুধবার প্রকাশিত হয়েছে সাবরিনের নতুন আরেক গান ‘বন্ধু প্রেম শিখাইয়া’।
এটি সংগীত করা বেলাল খানের। গানটির কথা লিখেছেন আব্দুর জহির রুবেল। চলতি মাসের শেষের দিকে প্রকাশ পাবে ‘পেইন কিলার’ নামে আরেকটি নতুন গান। রাজন সাহার সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন অনুরুপ আইচ।
কণ্ঠশিল্পী সাবরিন বলেন, অনেক দিন পর বেশ কিছু নতুন কাজ নিয়ে আসছি শ্রোতাদের জন্য। তিনটি ভিন্ন ধাচের গান নিয়ে এই তিনটি গান সাজানো হয়েছে। আশা করছি ভালো লাগবে।
বেলাল খান বলেন, গানের কণ্ঠ দেয়ার সময় যত্নশীল থাকি, সুর সংগীতের ক্ষেত্রেও যত্ন নিয়ে কাজ করি। পাশাপাশি নতুনত্ব রাখার চেষ্টা করি।
Leave a Reply