নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর বেলাবতে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ, কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ফলজবৃক্ষ প্রদান করা হয়েছে। ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা ডিষ্ট্রিক্ট-৩২৮ এর উদ্যোগে শনিবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জালালাবাদ, বটিবন্দ, মরিচাকান্দা, গোবিন্দপুর ও তার পার্শ্ববর্তী গকুলনগর গ্রামের প্রায় ২ শ’ অসহায়, কর্মহীন পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু, ১ কেজি ডাল, এছাড়া করোনা প্রতিরোধ সামগ্রী মাস্ক, ফলজবৃক্ষসহ, একজন বিধবা পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাসিম আক্তার জাহান, সহসভাপতি আফরোজা কবির, সহসভাপতি জেসিয়া রোকসানা আক্তার, সাবেক সভাপতি নাসিম আক্তার জাহান, সাধারণ সম্পাদক আবিদা সুলতানা, কোষাধ্যক্ষ শ্যামা আলী, আই.এস.ও সেতারা কামাল সুয়েটাসহ বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন, মানবাধিকার কর্মী মোশারফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply