বিনোদন ডেস্ক:
রিলিজ হলো এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিজয় মামুনের “পাখিটা উড়ে গেছে’ নামে একটি রোমান্টিক মৌলিক গান। এতে কথা সুর সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার ইথুন বাবু।
গানটি রবিবার ইবি মিউজিক টিভি নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
বিজয় মামুন জোনাকী টিভি’কে বলেন, ইথুন বাবু ভাই অত্যন্ত গুণী একজন সুরকার ও লেখক। উনার গান পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তিনি গানটিতে কষ্টের আবেগ তুলে ধরেছেন। গানটির কথা ও সুর অত্যন্ত চমৎকার। আশা করি দর্শক শ্রোতার কাছে ভালো লাগবে।
ইথুন বাবু জোনাকী টিভি’কে বলেন, বিজয় মামুনের সাথে আমার অনেক দিনের সু-সম্পর্ক। তার সাথে আমার মৌলিক গানের কাজ এই প্রথম। ওর জন্য কাজ করি করি বলে করা হয় না। পাখিটা উড়ে গেছে এটা একটি অন্যরকম গান করার চেষ্ঠা করেছি। ও ভালো গেয়েছে। আমার শ্রোতা ভক্তদের কাছে চাচ্ছি গানটি সবাই মিলে উপভোগ করুক। একটি মেধা সম্পন্ন ছেলে বিজয় মামুন। ওর একটা মন আছে, ওর একটা কন্ঠ আছে। সর্বোপরি সে একজন ভালো মিউজিসিয়ান। বিজয় মামুন যেন ভালো কিছু করতে পারে আমি সেই প্রত্যাশা করি।
Leave a Reply