নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারীতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নরসিংদী সদর উপজেলার দুটি পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ের বিতরণের লক্ষ্যে নেতাকর্মীদের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন নরসিংদী জেলা বিএনপি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় ওষুধ। সুরক্ষা সামগ্রী ছাড়াও করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণমূলক পোস্টার ও লিফলেটও তাদের হাতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে তৃণমূলের নেতাকর্মীদের হাতেএসব সামগ্রী তুলে দেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপি’র সিনিয়র সভাপতি কবির আহমেদ সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা।
এসময় খায়রুল কবির খোকন নেতাকর্মীদের তাদের নিজ নিজ এলাকাবাসীর সার্বক্ষনিক খোঁজ-খবর রাখার জন্য নির্দেশনা দেন। এবং কোন করোনা বা ডেঙ্গু রোগির চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিএনপি’র হেল্প সেন্টারদের কর্তব্যরত চিকিৎকদের সাথে যোগাযোগ করতে বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন. `আপনার খেয়াল রাখতে হবে কোন মানুষ যেন করোনা কিংবা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা না যায়। ড্যাবের চিকিৎসকদের সহযোগিতায় দেশের মানুষকে সেবা দিতে বিএনপি প্রত্যকেটি জেলায় হেল্প সেন্টার চালু করেছে। এই হেপ্ল সেন্টার চিকিৎসা সেবাসহ বিনামূল্যে অক্সিজেন ও ঔষধ সামগ্রী আক্রান্ত ব্যক্তিদের বাড়ীতে পৌছে দিচ্ছে। এক্ষেত্রে যদি কোন মানুষ বিনা চিকিৎসার মারা যায় তবে সে দ্বায় ওই এলাকার নেতাদের ওপরই পড়বে।‘
Leave a Reply