বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যাগে ২৮ আগস্ট থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগানকে ধারণ করে মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
২৮ আগস্ট প্রথম দিন মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি নিয়ে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা মোঃ হাবিব ফরহাদ আলম।
এসময় সপ্তাহ ব্যাপী কর্মসূচি পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন।
এর আগে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ব্যনার ও মাইকিং এর মাধ্যমে ব্যপক প্রচার প্রচারণা চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল হোসেন সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
Leave a Reply