1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:০৯ অপরাহ্ন

চারঘাটে জাতীয় মৎস‍্য সপ্তাহ শুরু

মো: সাইফুল ইসলাম রায়হান
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৭৬ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১। এবারের প্রতিপাদ‍্য বিষয় ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। এ উপলক্ষে শনিবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

মৎস্য সপ্তাহ-২০২১ বাস্তবায়নে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লাহ জানান, শনিবার (২৮ অগাস্ট) থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হয়েছে। এ সপ্তাহ আগামী শুক্রবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করার শর্তে পালন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’।

তিনি আরও জানান, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হবে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা জুড়ে মাইকিং ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, স্থানীয় পর্যায়ে বিভিন্ন হাট-বাজারে মৎস্য সেক্টরের সাফল্য সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষি ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময়, মৎস্য চাষিদের চাষ বিষয়ক বিশেষ পরামর্শ ও সেবা প্রদান, পুকুরের মাটি এবং পানি পরীক্ষা এবং সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ।

সাংবাদিক সম্মেলনে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন
ক্ষেত্র সহকারী মতিউর রহমান, চারঘাট রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মিঠু রানা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান রিগেন, যুগ্ন-সম্পাদক সজীব ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রায়হান প্রমুখ।

উল্লেখ্য উপজেলায় উৎপাদিত মোট মাছের পরিমান ৫ হাজার ৬২০ মেট্রিক টন। এ উপজেলায় মাছের বাৎসরিক চাহিদা ৪ হাজার ০২০ মেট্রিক টন। উপজেলার মোট কার্ডধারী জেলের সংখ্যা ১ হাজার ১৪৯ জন এবং মোট মৎস্য চাষী ১ হাজার ৮৬০ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..