1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন

মেহেরপুরে হেরোইন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৮ বার পঠিত

তোফায়েল হোসেন, মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে হেরোইন মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়ছেন বিজ্ঞ বিচারক। ২০১৩ সালের ১ আগস্ট গাংনীর র্যা ব-৬ এর এসআই কামাল হোসেনের নেতৃত্বে এর একটি দল গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাবুল হোসেনের বাড়ির পাশে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক করেন। ওই সময় মনিরুল ইসলামের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০.৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ এর (১) এর টেবিলের ১(ক) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১ মামলার বিবরণে জানা গেছে, জি আর কেস নং ৪৯৭/১৩। সেশন ১৫২/১৩। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই আব্দুল জলিল মাতব্বর মামলা প্রাথমিক তদন্ত শেষে ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর মামলার চার্যশীট দাখিল করেন। মামলায় মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে, মামলার নথিপত্র ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণান্তে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন আদালতটির বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস। পরবর্তীতে পুলিশ প্রহরায় আসামিকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মামলায় আসামী পক্ষে বিজ্ঞ আইনজীবী একেএম শফিকুল আলম। তিনি জানান, মামলায় ন্যায় বিচার পাইনি। ন্যায় বিচার হলে আসামি খালাস পেত। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি কাজী শহিদুল হক। তিনি এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের বিচার হলে দেশের যুবসমাজ তাদের উজ্জ্বল ভবিষ্যত নষ্টের হাত থেকে রেহাই পাবে।

 

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-৩

তোফায়েল হোসেন, মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে অভিযান চালিয়ে তিন জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩১/০৮/২০২১) পৌরসভাধীন বাসস্ট্যান্ড পাড়া এলাকা থেকে রাত সোয়া ৮ টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মেহেরপুর বাসষ্ট্যান্ড পাড়ার রিপন খাঁ এর স্ত্রী রুপা খাতুন (২৪), ইউসুফ আলীর স্ত্রী আছমা খাতুন (৪৫) ও মৃত মল্লিক শেখ এর ছেলে ইউসুফ আলী (৫০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর বাসস্ট্যান্ড পাড়ায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই বিশ্বজিৎ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডু, এসআই হাবিবুর রহমান, এএসআই (নি:) আহসান হাবীব, এএসআই হেলাল উদ্দিন ও নারী পুলিশসহ মেহেরপুর থানার পৌরসভাধীন বাসস্ট্যাডপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন জন মাদক কারবারিকে আটক করেন।

এ সময় আটককৃতদের নিকট থেকে ০২ (দুই) বোতল ফেনসিডিল, ০৭ (সাত) বোতল Elcorex ও ০১ (এক) বোতল cpdus cough syrup উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..