কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র থানা ও পৌর শাখার উদ্যোগে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করেন।
এছাড়াও বিকালে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এ সময় হাকিমপুর থানা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর পৌরসভা সাবেক মেয়র ও থানা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ, স্বেচ্ছাসেবক দলের নেতা আলী হোসেন, আসমান হোসেন বাবু, হাকিমপুর থানা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply