নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে পলাশ উপজেলাকে মাদকমুক্ত রাখতে পলাশ থানা পুলিশের উদ্যোগে গণসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা গজারিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সন্মেলন কক্ষে বৃহস্পতিবার (২ আগষ্ট) দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমান উল্লাহ ভূইয়া হিরণ, সদস্য কামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক মিয়া ও সাবেক ছাত্র লীগ সভাপতি রফিকুল ইসলাম ইফতি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান উদ্দিন, সাইদুর রহমান, হাবিবুর রহমান সহ রাজনীতিবিদ,সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply