রায়পুরা ( নরসিংদী) প্রতিনিধি:
কোভিট-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মী ও তার পরিবারের জন্য মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করেছে নরসিংদী অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ( ওকাপ)।
শনিবার সকালে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মানবিক সহায়তা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ওকাপের এক্সেস টু জাস্টিস প্রজেক্ট অফিসার নাজনীন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমিরগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ এর সংরক্ষিত সদস্য খালেদা পারভীন, উনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধার সন্তান এস এম শরীফ, হাসনাবাদ পাবলিক লাইব্রেরির সভাপতি এম আর মামুন, ওকাপ এর আমিরগঞ্জ-নিলক্ষা ইউনিয়ন মাঠ কর্মী লাইলী আক্তার ও প্রবাসী আশরাফুল ইসলাম মৃধা প্রমূখ।
হেলভেটাস বাংলাদেশ এর সহায়তায় আমিরগঞ্জ ও নিলক্ষা ইউনিয়নের বিদেশ ফেরত অভিবাসী ক্ষতিগ্রস্থ অর্ধশত পরিবারের মাঝে এ মানবিক সহায়তা খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, রায়পুরা উপজেলার ২৪ ইউনিয়নের মধ্যে মাত্র ৫ টি ইউনিয়নে ওকাপের মাধ্যমে প্রবাসী ফেরত ক্ষতিগ্রস্ত পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করবে।
ইউনিয়নগুলো হচ্ছে, রায়পুরা, আমিরগঞ্জ, মির্জাপুর, নিলক্ষা ও শ্রীনগর।
Leave a Reply