1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:০০ অপরাহ্ন

একদিন পরই খুলছে স্কুল; সোনামনিদের কোন ক্লাস কবে কখন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আর একদিন পর অর্থাৎ আগামী রবিবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে পাঠদান শুরু হবে। ক্লাসে প্রথম ১০ মিনিট কোভিড-১৯ সচেতনতা বিষয়ে অবহিত করা হবে শিশুদের। শ্রেণি শিক্ষক তাদেরকে এ বিষয়ে সচেতন করবেন। এরপর ৯টা ৪০ মিনিটে পাঠদান শুরু হবে। পর্যায়ক্রমে দিনে তিনটি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে। সর্বোচ্চ দুইটি শ্রেণির পাঠদান অনুষ্ঠিত হবে প্রতিদিন। শ্রেণি কার্যক্রম চলবে প্রতিদিন তিন ঘণ্টা। প্রতিদিন দুপুর ১২টা ৫ মিনিটে শ্রেণি কার্যক্রম শেষ হবে।

রবিবার (১২ সেপ্টেম্বর) পঞ্চম শ্রেণির গণিত ক্লাস ৯টা ৪০ মিনিটে শুরু হবে। তার আগে সকাল সাড়ে ৯টা থেকে ১০ মিনিট পর্যন্ত কোভিড-১৯ সচেতনতা বিষয়ে অবগিত করবেন শ্রেণি শিক্ষক। গণিত ক্লাস ১০টা ২৫ মিনিটে শেষ হবে। পাঁচ মিনিট পর পঞ্চম শ্রেণির বাংলা ক্লাস সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে চলবে সকাল সোয়া ১১টা পর্যন্ত। পাঁচ মিনিট পর দিনের শেষ ক্লাস ১১টা ২০ মিনিটে শুরু হয়ে চলবে ১২টা ৫ মিনিট পর্যন্ত। এ দিন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হবে। প্রাথমিকের শ্রেণি পাঠদানের রুটিন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম শুক্রবার গণমাধ্যম কর্মীদের জানান।

শনিবার

এ দিন সকাল সাড়ে ৯টা থেকে ১০ মিনিট ৯টা ৪০ মিনিট পর্যন্ত কোভিড-১৯ সচেতনতা বিষয়ে অবহিত করবেন শ্রেণি শিক্ষক। তারপর সকাল ৯টা ৪০ মিনিট থেকে মূল পাঠদান শুরু হবে। পঞ্চম ও চতুর্থ শ্রেণির তিনটি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে এ দিন। সকাল সাড়ে ৯টা থেকে কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের ১০ মিনিট অবহিত করার পর পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ের পাঠদান শুরু হবে ৯টা ৪০ মিনিটে, শেষ হবে ১০টা ২৫ মিনিটে। পাঁচ মিনিট পর সাড়ে ১০টায় গণিত বিষয়ের ক্লাস শুরু হবে, শেষ হবে ১১টা ১৫ মিনিটে। আবার ৫ মিনিট পর ইংরেজি বিষয়ের পাঠদান ১১টা ২০ মিনিটে শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ৫ মিনিটে।

একইভাবে একই সময়ে শনিবার চতুর্থ শেণির পর্যায়ক্রমে গণিত, ইংরেজি ও বাংলা বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের ১০ মিনিট অবহিত করবেন শ্রেণি শিক্ষক। এরপর গণিত বিষয়ের মূল পাঠদান শুরু হবে ৯টা ৪০ মিনিটে, শেষ হবে ১০টা ২৫ মিনিটে। পাঁচ মিনিট পর চতুর্থ শ্রেণির ইংরেজি বিষয়ের পাঠদান শুরু হবে সাড়ে ১০টায়, শেষ হবে ১১টা ১৫ মিনটে। পাঁচ মিনিট পর চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ের পাঠদান শুরু হবে ১১টা ২০ মিনিটে, শেষ হবে ১২টা ৫ মিনিটে।

রবিবার

সকাল সাড়ে ৯টা থেকে ১০ মিনিট ৯টা ৪০ মিনিট পর্যন্ত কোভিড-১৯ সচেতনতা বিষয়ে অবহিত করবেন শ্রেণি শিক্ষক। তারপর সকাল ৯টা ৪০ মিনিট থেকে মূল পাঠদান শুরু হবে। এ দিন পঞ্চম ও তৃতীয় শ্রেণির তিনটি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের ১০ মিনিট অবহিত করার পর পঞ্চম শ্রেণির গণিত বিষয়ের পাঠদান শুরু হবে ৯টা ৪০ মিনিটে, শেষ হবে ১০টা ২৫ মিনিটে। পাঁচ মিনিট পর সাড়ে ১০টায় বাংলা বিষয়ের পাঠদান শুরু হবে, শেষ হবে ১১টা ১৫ মিনিটে। আবার ৫ মিনিট পর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পাঠদান ১১টা ২০ মিনিটে শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ৫ মিনিটে।

একইভাবে একই সময়ে রোববার তৃতীয় শ্রেণির পর্যায়ক্রমে বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের ১০ মিনিট অবহিত করবেন শ্রেণি শিক্ষক। এরপর বাংলা বিষয়ের মূল পাঠদান শুরু হবে ৯টা ৪০ মিনিটে, শেষ হবে ১০টা ২৫ মিনিটে। পাঁচ মিনিট পর তৃতীয় শ্রেণির গণিত বিষয়ের পাঠদান শুরু হবে সাড়ে ১০টায়, শেষ হবে ১১টা ১৫ মিনটে। পাঁচ মিনিট পর তৃতীয় শ্রেণির ইংরেজি বিষয়ের পাঠদান শুরু হবে ১১টা ২০ মিনিটে, শেষ হবে ১২টা ৫ মিনিটে।

সোমবার

সকাল সাড়ে ৯টা থেকে ১০ মিনিট ৯টা ৪০ মিনিট পর্যন্ত কোভিড-১৯ সচেতনতা বিষয়ে অবহিত করবেন শ্রেণি শিক্ষক। তারপর সকাল ৯টা ৪০ মিনিট থেকে মূল পাঠদান শুরু হবে। এ দিন পঞ্চম ও দ্বিতীয় শ্রেণির তিনটি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের ১০ মিনিট অবহিত করার পর পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ের পাঠদান শুরু হবে ৯টা ৪০ মিনিটে, শেষ হবে ১০টা ২৫ মিনিটে। পাঁচ মিনিট পর সাড়ে ১০টায় বাংলা বিষয়ের পাঠদান শুরু হবে, শেষ হবে ১১টা ১৫ মিনিটে। আবার ৫ মিনিট পর গণিত বিষয়ের পাঠদান ১১টা ২০ মিনিটে শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ৫ মিনিটে।

একইভাবে একই সময়ে সোমবার দ্বিতীয় শ্রেণির পর্যায়ক্রমে বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের ১০ মিনিট অবহিত করবেন শ্রেণি শিক্ষক। এরপর বাংলা বিষয়ের মূল পাঠদান শুরু হবে ৯টা ৪০ মিনিটে, শেষ হবে ১০টা ২৫ মিনিটে। পাঁচ মিনিট পর দ্বিতীয় শ্রেণির গণিত বিষয়ের পাঠদান শুরু হবে সাড়ে ১০টায়, শেষ হবে ১১টা ১৫ মিনটে। পাঁচ মিনিট পর দ্বিতীয় শ্রেণির ইংরেজি বিষয়ের পাঠদান শুরু হবে ১১টা ২০ মিনিটে, শেষ হবে ১২টা ৫ মিনিটে।

মঙ্গলবার

সকাল সাড়ে ৯টা থেকে ১০ মিনিট ৯টা ৪০ মিনিট পর্যন্ত কোভিড-১৯ সচেতনতা বিষয়ে অবহিত করবেন শ্রেণি শিক্ষক। তারপর সকাল ৯টা ৪০ মিনিট থেকে মূল পাঠদান শুরু হবে। এদিন পঞ্চম ও প্রথম শ্রেণির তিনটি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের ১০ মিনিট অবহিত করার পর পঞ্চম শ্রেণির গণিত বিষয়ের পাঠদান শুরু হবে ৯টা ৪০ মিনিটে, শেষ হবে ১০টা ২৫ মিনিটে। পাঁচ মিনিট পর সাড়ে ১০টায় বাংলা বিষয়ের পাঠদান শুরু হবে, শেষ হবে ১১টা ১৫ মিনিটে। আবার ৫ মিনিট পর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পাঠদান ১১টা ২০ মিনিটে শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টা ৫ মিনিটে।

একইভাবে একই সময়ে মঙ্গলবার প্রথম শ্রেণির পর্যায়ক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..