1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন

নওগাঁয় চার উপজেলার স্মাট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর চার উপজেলার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

১৪ সেপ্টম্বর মঙ্গলবার সকাল এগারো টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আই ই ডি এ দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ’র পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক বক্তব্য রাখেন।

জেলার নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রাণীনগর এই চার উপজেলার মোট সাত লাখ পুঁচানব্বই হাজার সাত চল্লিশটি স্মাট জাতীয় পরিচয় পত্র বিতরনের লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু হলো। এর মধ্যে নিয়ামতপুর উপজেলার এক লাখ পুঁচাত্তর হাজার একটি, মান্দা উপজেলার দুই লাখ চুয়াত্তর হাজার পাঁচ শত তিনটি, মহাদেবপুর উপজেলার দুই লাখ এগারো হাজার ছয় শত বাহাত্তরটি এবং রাণীনগর উপজেলার এক লাখ তেত্রিশ হাজার আট শত একাত্তরটি পরিচয়পত্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..