বাকি বিল্লাহ, মনোহরদী (নরসিংদী):
নরসিংদীর মনোহরদীতে বিষপান করে ইকবাল (৪৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছে।
নিহত ইকবাল উপজেলার বড়চাপা ইউনিয়নের বীরমাইজদিয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে এবং দুই সন্তানের জনক।
আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।
নিহতের স্বজন সূত্রে জানা যায়, বুধবার সকালে ইকবাল মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার অল্প কিছুক্ষণ পরেই বাড়ির পাশের ফসলের জমি থেকে ইকবালের আর্তচিৎকার ভেসে আসে। ইকবালের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে বিষপান করা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে মুমূর্ষাবস্থায় তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মনোহরদী থানার ওসি আনিচুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply