বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) :
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ শুক্রবার বিকালে মরজাল ওয়ান্ডার পার্কে অনুষ্ঠিত হয়ছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ লায়লা কানিজ লাকি, রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম শাহীন, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পলাশতলি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভুঁইয়া, চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন, মির্জানগর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান হাজি সেলিম, রায়পুরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালিম সহ আরো অনেকে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বশির উদ্দিন রিপন সরকার ও মুকুল উদ্দিন প্রধান।
কর্মী সভায় চেয়ারম্যান পদপ্রার্থী ও নৌকা মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান তার পার্থীতা ঘোষণা করেন এবং জনগনের সেবা করার জন্য তাকে যেন সুযোগ দেওয়া হয় এই আশা ব্যক্ত করে তিনি।
Leave a Reply