নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে জেলা জাতীয় পাটি (জাপা)’র নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) নরসিংদীর রাধুনী রেষ্টুরেন্টের তৃতীয় তলায় অনুষ্টিত হয়।
জাপার ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা জাপার আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সারোয়ার হোসেন খানের পরিচালনায় সভায় সম্প্রতি অনুমোদনকৃত আহবায়ক কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখেন. জাপার কেন্দ্রিয় নির্বাহী কমিটির এড. রেজাউল করিম বাছেদ, জেলা জাপার যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর পাঠান, তাঁতী পাটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মোজ্জামেল হক লাভলু, জেলা জাপার যুগ্ম সম্পাদক নেওয়াজ আলী ভূঁইয়া, জাপার কেন্দ্রিয় নির্বাহী সদস্য মহিউদ্দিন ফরাজী, জেলা জাপার যুগ্ম সম্পাদক আবু সাইদ স্বপন, ফররুখ আহমেদ, জেলা মহিলা পাটির সভাপতি বিলকিস সরকার পুতুল, জেলা জাপার যুগ্ম সম্পাদক হারুণ অর রশিদ হীরা, আবুল হাসনাৎ মাসুম ও জেলা ছাত্র সমাজের সভাপতি খন্দকার মাসুম প্রমূখ।
পরে আগামী দিন সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষে সভায় উপস্থিত ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে বিভিন্ন সুপারিশ গ্রহণ করেন। পরবর্তীতে সভার সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম সেই সুপারিশ পর্যালোচনা সাপেক্ষে কার্যকর করার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply