বিনা আক্তার, নিজস্ব প্রতিবেদক:
“মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে” এই স্লোগানকে সামনে রেখে এক মতবিনিময় সভার আয়োজন করেন নরসিংদীর রায়পুরা থানা পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে রায়পুরা থানায় সদ্যযোগদানকৃত অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান এ মত বিনিময় সভার আয়োজন করেন।
অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী প্রলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়ার মো. জামাল মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারন সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, ওসি তদন্ত গোবিন্দ সরকার, ওসি অপারেশন আতাউর রহমান, সেকেন্ড অফিসার আজহারুল ইসলাম আজাদ, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply