কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি:
“ আমরা কন্যাশিশু-প্রযুক্তি সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস-2021 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল এগারো টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সভায় আয়োজন করেন।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেনের সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, আত্রাই থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাশ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ছাইফুল ইসলাম, আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, সাংবাদিক কাজী রহমান প্রমূখ।
বক্তরা জাতীয় শিশু কন্যা দিবসের তাৎপয তুলে ধরে শিশুদের অধিকার, চাহিদা, তাদের প্রতি সহনশীল, আচরন, শারীরিক ও মানসিক বিকাশে করণীয় নানা বিষয়ে আলোচনা করেন।
Leave a Reply