পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে স্কুলের শহীদ মিনারের পিলার ভেঙে পড়ে জান্নাতি আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার গাজরিয়া ইউনিয়নের সেকান্দরদি এ এম উচ্চ বিদ্যালয়ে মৃত্যূর এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি সেকান্দরদি গ্রামের রাব্বি মোল্লার মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সেকান্দরদী এ এম উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে বিকেলে মায়ের সাথে ঘুরতে যায় জান্নাতি। তার মা তাকে সাথে নিয়ে শহীদ মিনারের পাশে বসলে হঠাৎ শহীদ মিনারের একটি পিলার ভেঙে পড়ে। এ সময় ভেঙ্গে পড়া পিলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় জান্নাতি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো: সুরুজ মিয়া জানান, শহীদ মিনারটি দীর্ঘদিন ধরেই জীর্ণশীর্ণ অবস্থায় ছিল। গত বছর দেড়েক ধরে স্কুল বন্ধ থাকায় এটার পরিচর্যাও নেওয়া হয়নি।
পলাশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি শহীদ মিনারের পিলারের নিচে চাপা পড়ে মারা গেছে বলে এলাকাবাসীর দাবী। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চাচ্ছে। আমার ঊর্ধ্বতনদের নির্দেশ মতো কাজ করবো।
Leave a Reply