1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৪২ অপরাহ্ন

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শরীফুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১১০ বার পঠিত

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার আসন্ন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হতে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃণমূলের ভোটে নির্বাচিত ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শরীফুল হক।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুল হক টিপু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়র হোসেন আনু, সাধারণ সম্পাদক বি এম আওলাদ হোসেন ভূইয়া শেখর, সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ, ছাত্র লীগ সভাপতি রনি প্রধান, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মেয়র প্রার্থী আলহাজ্ব শরীফুল হক সাংবাদিকদের জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সাথে তালমিলিয়ে ঘোড়াশাল পৌরসভার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আজকে ঘোড়াশাল পৌরসভা ঘুরে দাঁড়িয়েছ। পাশাপাশি ঘোড়াশাল পৌর এলাকা এখন আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিনত হয়েছে।

তিনি আরও বলেন, আজ আমরা ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আছি। সাংগঠনিক গঠনতন্ত্র মেনে আওয়ামীলীগের তৃণমূলের ভোটে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়ে আজ দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। তাই আমি আশাবাদী প্রিয়নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের দল আওয়ামীলীগ আবারও নৌকা প্রতীক দিবেন আমাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..