বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী):
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগন্জ ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান নাসির উদ্দীন খানের স্মরণ সভা মঙ্গলবার বিকালে করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অহিদুজ্জামান মৃধার সভাপত্বিতে সরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সভাপতি দপ্তর সম্পাদক দুলাল চন্দ্র সাহা, অলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া মাসুদ, রায়পুরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি প্রীতি রঞ্জন সাহা প্রমূখ ।
সড়ক দূঘটনায় নাসির উদ্দীন খানের মৃত্যুতে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তার সহধর্মিণী শাহানা আক্তারকে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করার সমর্থন দেন।
Leave a Reply