গাজীপুরের শ্রীপুরে ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রিপোর্টারের নাম
-
আপডেট টাইম :
বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
-
১০৫
বার পঠিত

আবু সাইদ, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ অক্টোবর) ভোর ৪ টার দিকে শ্রীপুর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ফ্লাইওভার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কেওয়া পূর্বখন্ড গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জীবন (২২), পার্শ্ববর্তী কপাটিয়াপাড়া গ্রামের শাহা আলমের ছেলে মাহফুজ আলম ফয়সাল (২১), ময়মনসিংহ জেলার ইশ্বরদি থানার বরাইবাড়ি গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে হাবিবুল্লা (১৬) এবং নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকার কছুমুদ্দিনের ছেলে রাকিব (১৪)।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাজফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, মাওনা ফ্লাইওভার এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে গ্রেফতার করে । পরে তাদের দেহ তল্লাশি করে ৩৩ হাজার ৬’শ টাকা মূল্যের ১’শ ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মামুনুর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply