আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
দুই বছরের মেয়েকে কুলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোবর বুধবার সকালে ঢাকা ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর রেলস্টেশনের উত্তর পাশে কাটাপুল নামক স্থানে।
নিহত নারী নেত্রকোনা জেলার দূর্গাপুর থানা এলাকার সামছু মিয়ার মেয়ে নাদিরা বেগম (২৫) আহত শিশু (২) ওই নারীর মেয়ে। স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়েছে।
জানা যায়, সকাল সোয়া সাতটারদিকে ময়মনসিংহগামী ৪৯ আপ বলাকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষ দর্শী আমজাদ হোসেন জানান, তিনি দূর থেকে দেখতে পান এক নারী বাচ্চা কোলে নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে উত্তরদিকে আসছিল। ট্রেনটি শ্রীপুর স্টেশনের অনুমান এক কিলোমিটার উত্তরে কাটাপুল নামক ব্রীজের কাছাকাছি পৌছার আগেই হঠাৎ ওই নারী ঝাঁপদিয়ে বাচ্চা কোলে নিয়ে রেল লাইনের উপর বসে পড়ে। ট্রেনে কাটাপরে ওই নারীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় বাচ্চাটি ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয় সিরুমিয়ার ছেলে আবু হানিফাসহ কয়েক যুবক বাচ্চাটিকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে যায়। ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়।
স্থানীয়রা জানায় ওই নারী আত্মহত্যা করতেই বাচ্চা কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিল।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডা. মাহমুদা খাতুন বলেন, শিশুটির বাম হাত থেকে পাঁজর পর্যন্ত থেতলে গেছে। অবস্থা আশংকাজনক হওয়ায় শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরী ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুরে রেল স্টেশনের কর্তব্যরত মাষ্টার মো.হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সোয়া সাতটার দিকে ময়মনসিংহ হয়ে জাজিরা গামী ৪৯ আপ ট্রেনটি শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। ওই ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু ও এক শিশু আহত হয়েছে। গাজীপুরের জিআরপি ফাঁড়ির পুলিশকে দূর্ঘটনার খবর দেয়া হয়েছে। জিআরপি পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই শহিদুল ইসলাম ওই নারীর পরিচয় নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা আরো জানান, কি কারণে নাদিরা বেগম আত্মহত্যা করেছে তাৎক্ষনিক ভাবে তা জানা যায়নি। পরিবারের সাথে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply