নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ষ্টেশন রোডস্থ জয়া ডায়াগনস্টিক এন্ড ও.পি.জি সেন্টারের আয়োজনে ও বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন(বিডিএ), নরসিংদী জেলা শাখার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডিএ,নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ আতাউর রহমান বাবলা।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ রোমানা রহমান আশা।
প্রধান আলোচক বিডিএ কেন্দ্রীয় কমিটির কার্য-নির্বাহী সদস্য মোঃ মহিউদ্দিন রাশেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সহকারী দন্ত চিকিৎসকদের দক্ষতা উন্নয়নের লক্ষে নানাবিধ বিষয় সম্পর্কে ধারনা দেওয়া হয়।
তাছাড়া সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করা হয়।
Leave a Reply