1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন

রায়পুরায় পূজামন্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় আ.লীগ নেতা অ্যাড. কাওছার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

হিন্দুধর্মালম্বীদের ধর্মীয় প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজাকে আরও প্রাণবন্ত করতে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন আওয়ামিলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।

পরিদর্শনকালে কাওছার বলেন, রায়পুরার সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যে কোন পূজা মন্ডপে কেউ যেন বিশৃঙ্খলা না করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইমান উদ্দিন ভূইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এনায়েত উল্লাহ ভূইয়া, উপজেলা আ.লীগের সাবেক যুব ও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ফরিদ, সহ-সভাপতি মো. রহিছ মিয়া, প্রচার সম্পাদক বিডিআর হাসান আলী, সাবেক ছাত্রনেতা মেহেবুবুল আলম রিপন ও হাইরমারা ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..