নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মাঝি রিয়াজ মোর্শেদ খান রাসেলের নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।
শুক্রবার (১৫অক্টোবর) বিকালে ইউনিয়নের পলাশতলী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বস্তরের জনগণের সমন্বয়ে নির্বাচনী প্রচারনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াতের পর মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল কাদির।
৯নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মো. চাঁন মিয়া ব্যাপারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল মোতালিব।
হাজী মো. মানিক মিয়া ও আব্দুল বাছেদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, দলীয় মনোনীত নৌকার মাঝি রিয়াজ মোর্শেদ খান রাসেল, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন জারু, শ্রীনগর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. ফিরুজ মিয়া, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রীনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ৯নং ওয়ার্ডের সদস্য মোকবোল হোসেন, ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ইসমাইল হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আঃ রহিম, সাবেক মেম্বার হারুনুর রশীদ, মো. শওকত আলী মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক মো. রতন মিয়া, মো. ইদ্রিছ আলী প্রমূখ।
এসময় বক্তাগন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে রিয়াজ মোর্শেদ খান রাসেলকে জয় যুক্ত করার জন্য আহ্বান জানান।
Leave a Reply