নওগাঁ প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, প্রতিমা ভাংচুর বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আ’লীগ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের উপস্থিতিতে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল দশটায় উপজেলাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে পূনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল’র সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ শহিদুল ইসলাম প্রামানিক শহিদ, পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক, ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রাথী মোঃ সখিমুদ্দিন প্রামানিক, উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, মনিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা, বিশা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদ ইসমাইল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী সামছুন্নাহার রনি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মসনদ মেহেদী স্বরুপ, সাধারণ সম্পাদক সোহাগসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জামাত-বিএনপি’র দোসররা দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মূর্তি ভাংচুর, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের চক্রান্তই সফল হবেনা। দেশের যে কোন পরিস্থিতির জন্য বাংলাদেশ আ’লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে। অতিসত্বর নাশকতামূলক সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।
Leave a Reply