
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল মিলাদুন্নবী (সা:) উপলক্ষে নরসিংদীর শিবপুরের ছাত্র,শিক্ষক, আইনজীবী ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার মুসল্লিদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য জশনে জুলুসে র্যালী বের করা হয়েছে। বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন কামারটেকস্থ সবুজ পাহাড় কলেজ মাঠ হতে র্যালীটি বের করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বের হওয়া র্যালীর নেতৃত্ব দেন এডভোকেট আন্দালিব বিন রহমান। এসময় র্যালীটির উদ্বোধন করেন যশোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমেদ। র্যালীটি সবুজ পাহাড় কলেজ মাঠ হতে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়।
র্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে দেশের সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মহানবী (সা:) এর আদর্শের ও মানবতার পথকে অনুসরণ করার জন্য আহ্বান জানানো হয়।
স্থানীয় মোঃ নয়ন মিয়ার সার্বিক সহযোগিতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী আন্দালিব বিন রহমান (তমাল সরকার)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ ওয়াসিউল মাসুম ও সবুজ পাহাড় কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন।
সমাবেশ শেষে বিশ্ব উম্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকলের মধ্যে ঈদে মিলাদুন্নবীর
তবারক বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply