নওগাঁ প্রতিনিধি
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি তার ব্যক্তিগত ফান্ড থেকে আত্রাই উপজেলার পূজামন্ডপগুলোতে নগদ অর্থ প্রদান করেছেন। শুক্রবার (২২ অক্টোবর) সকালে আত্রাই উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে তার পক্ষে এ অর্থ বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক ।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার অনুষ্ঠিত ৪৯ টি পূজামন্ডপের সভাপতি/ সাধারণ সম্পাদক’র হাতে এসব নগদ অর্থ তুলে দেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী বরুন কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগ সাবেক প্রচার সম্পাদক ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, আত্রাই উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অমেরেন্দ্র নাথ রনি, শ্রী অজিত কুমার হালদার, আত্রাই উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী সত্যেন্দ্র নাথ সাহা, শ্রী অসিম কুমার রায়, সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী বীরেন্দ্র নাথ পাল, ভোঁপাড়া ইউপি সদস্য শ্রী স্বপন কুমার ও ৪৯ টি পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান বলেন, বর্তমান সরকারের নানামূখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কাজ করে চলছেন আনোয়ার হোসেন হেলাল এমপি। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যাক্ত করেছেন।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবে আত্রাই উপজেলার ৪৯ টি পূজামন্ডপে এমপি’র নিজস্ব তহবিল থেকে প্রতিটি পূজামন্ডপে নগদ অর্থ প্রদান করা হলো।
উল্লেখ্য শারদীয় দূর্গোৎসবের নবমীর এ অর্থ দেওয়া হলেও আনুষ্ঠানিক ভাবে তা আজ শুক্রবার সকলের উপস্থিতিতে বিতরণ করা হয়। প্রতিটি মন্ডপে এক হাজার টাকা করে ৪৯ টি মন্ডপে মোট ৪৯ হাজার টাকা বিতরণ করা হয়।#
Leave a Reply