নরসিংদীর রায়পুরায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% সরকারি ভর্তুকিতে কৃষকের মাঝে কম্বাইন হারভাস্টার বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে আমিরগঞ্জ ইউনিয়ন বালুয়াকান্দি গ্রামের কৃষক সাইফুল ইসলামের হাতে কম্বাইন হারভাস্টারের চাবি তুলে দেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ঢাকা অঞ্চল) কৃষিবিদ বশির আহমেদ সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদী ‘র উপ-পরিচালক সাইদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো সুমন মিয়া, কৃষি কর্মকর্তা কৃষিবিদ বণি আমিন খান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান প্রমূখ।
কৃষি কর্মকর্তা বণি আমি খান বলেন, কম্বাইন হারভেস্টার দিয়ে ধান লাগানো থেকে শুরু করে কাটা ও ধান ছাড়ানো হয়ে থাকে। এর ফলে কৃষকের সময় ও অর্থ অনেক সাশ্রয় হয়।
Leave a Reply