1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:০৪ অপরাহ্ন

নরসিংদীর চিনিশপুরের ৩নং ওয়ার্ডে সায়েম ভূঁইয়ার তালা জনমত জড়িপে এগিয়ে

মানাবেন্ড রায়
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৫২৯ বার পঠিত

মানাবেন্ড রায়

নরসিংদীর চিনিশপুর ইউনিযনের ৩নং ওয়ার্ডে জনমত জড়িপে একজন সৎ, ন্যায়-নিষ্ঠাবান ও যোগ্য ব্যক্তি হিসেবে এগিয়ে আছেন তালা প্রতিকের সায়েম ভূঁইয়া। আগামী ২৮ নভেম্বর চিনিশপুর ইউনিযন পরিষদ নির্বাচনে  যোগ্য প্রার্থী হিসেবে ৩ নং ওয়ার্ডবাসী তার পক্ষে রায় দিবেন বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন।

চিনিশপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ৩ নং ওয়ার্ডে তালা প্রতিক নিয়ে ইউপি সদস্য পদ প্রার্থী সায়েম ভূঁইয়া। তিনি ভোটারদের ঘরে ঘরে ঘুরে ভোট প্রার্থণাসহ দোয়া কামনা করছেন। ভোটাররাও দিচ্ছেন প্রত্যাশা, সেই সাথে শুনাচ্ছেন আশার বাণী। এলাকায় মানব দরদী,  দানশীল সমাজসেবক হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। এই তরুন সমাজ সেবককে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিনিশপুরবাসী জানেন এবং মানেন।

বিগত করোনা পরিস্থিতিতে সমাজের অনেক ধনাঢ্য ব্যক্তি নিজে সেইফ রাকতে চার দেওয়ালে বন্দি থেকেছেন। তখন এই মানব দরদী সব কিছুকে উপেক্ষা করে নিজ উদ্যোগেএলাকার অসহায় কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। শুধু করোনাকালীন সময়ই নয়, তীব্র এ শীতে এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ তিনি সব সময় অসহায় দুস্থ মানুষের সেবায় সচেষ্ট থাকেন। বিভিন্ন সামাজিক সংগঠনের আচার অনুষ্ঠানসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এলাকার মানুষের যেকোন বিপদ-আপদসহ দু:সময়ে এগিয়ে যাওয়াটাকে নিজের দায়িত্ব মনে করেন তরুন এই সমাজসেবী সায়েম ভূঁইয়া।

ক্ষমতা কিংবা বিত্তশালী হওয়ার ভাষণা নয়, বরং একজন সমাজসেবী হিসেবে তার কাজের পরিধি বাড়িয়ে সমাজের উচু-নিচু সকল শ্রেণি পেশার মানুষের সেবা এবং নাগরিক সুবিদা ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়েই নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।

তরুন এই সমাজসেবক সায়েম ভূঁইয়ার চিনিশপুর গ্রামের সর্ব মহলেই রয়েছে গ্রহণ যোগ্যতা। শুধু মুসলমানদের কাছেই নয় সনাতন ধর্মালম্বী লোকজনের কাছে তার ন্যায়-নিষ্ঠার জন্য ইতোমধ্যে তিনি হয়ে উঠেছেন কারো ভাই, কারো বন্ধু আবার কারো কাছে পুত্রসম আপনজন। সায়েম ভূঁইয়ার তালা প্রতিকে এরই মধ্যে ৩ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে ব্যাপক সারা পড়েছে। পুরো ৩ নং ওয়ার্ডে এখন তালা মার্কার জয় জয়কার।

এলাকার গরীব দু:খিদের সদা উদার হস্ত  সায়েম ভূঁইয়ার তালা প্রতিকের পক্ষে চিনিশপুর গ্রামের নারী-পুরুষসহ তরুনরা রায় দেওয়া প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী ২৮ নভেম্বর ভোটকেন্দ্র পাহারা দিয়ে তাদের সেই রায়ের বহি:প্রকাশ ঘটনোর মাধ্যমে তালা প্রতিকের জয় নিশ্চিত করার মত প্রকাশ করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..