1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন

নরসিংদীর ২২ ইউপিতে চেয়ারম্যান পদে ১৪ টি নৌকা ও ৮ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

মনিরুজ্জামান
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের ন‍্যায় নরসিংদীতে ২২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ‍্যে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নরসিংদী সদরে ১০ ও রায়পুরা উপজেলার ১২ টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।

তৃতীয় ধাপে সারাদেশে অনুষ্ঠিত ১ হাজার ৭টি ইউপি নির্বাচনের মধ্যে নরসিংদী সদরে ১০টি ও রায়পুরা উপজেলার ১২ টিসহ মোট ২২ টি ইউনিয়নের নির্বাচনের চেয়ারম্যানের নাম বেসরকারী ভাবে ঘোষণা করা হয়েছে।এর মধ্যে নরসিংদী সদরে ৯টি ও রায়পুরা উপজেলায় ৫টি সহ মোট ১৪টি ইউনিয়নে আ লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান এবং বাকি ৮ টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রবিবার (২৮নভেম্বর) সকাল ৮টা থেকে কোন রকম  বিরতি ছাড়া একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দুই উপজেলায় বেসরকারী ভাবে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন, নরসিংদী সদর উপজেলার নজরপুরে সাইদুল হক স্বপন(নৌকা), হাজীপুরে ইউসুফ খাঁন পিন্টু(নৌকা), করিমপুরে  মমিনুর রহমান আপেল(নৌকা), কাঠালিয়ায় এবাদুল্লাহ (নৌকা),আমদিয়ায় আবদুল্লাহ ইবনে রহিছ মিঠু(নৌকা), মেহেরপাড়ায় আজাহার অমিত প্রান্ত(নৌকা),শিলমান্দীতে গিয়াস উদ্দিন মাস্টার (নৌকা),

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে পাঁচদোনায় মিজানুর রহমান (নৌকা) ও পাইকারচরে আবুল হাশেম (নৌকা)

এছাড়া চিনিশপুর  ইউপিতে মোঃ মেহেদী হাসান তুহিন (মোটরসাইকেল) স্বতন্ত্র প্রার্থী (বিএনপি)।

রায়পুরা উপজেলার ১২ টি ইউনিয়নের মধ‍্যে আ’লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৫ ইউপিতে চেয়ারম‍্যান নির্বাচিতরা হলেন- মুছাপুরে  হোসেন ভূইয়া,  উত্তরবাখন নগরে হাবিব উল্লাহ,   আদিয়াবাদে হাজী সেলিম, পলাশতলীতে জাহাঙ্গীর ভূইয়া ও অলিপুরায় মাসুদ ভূইয়া।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ টি ইউপিতে যারা চেয়ারম‍্যান নির্বাচিত হলেন- ডৌকাচরে মাসুদ ফরাজী  (টেলিফোন) চান্দেরকান্দিতে  মিজবাহ উদ্দীন খন্দকার মিতুল (আনারস) মির্জাপুরে মন্জুর এলাহী (চশমা) রাধানগরে খোরশেদ আলম তপন (চশমা),  মহেশপুরে ফরাদ হোসেন চাঁন মিয়া-(চশমা), রায়পুরায় ফারুক হোসেন (আনারস), ও মরজালে আতাউর রহমান (আনারস) প্রতীকে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..