লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই পতিপাদ্য নিয়ে লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজন করেছে লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কার্যক্রম “অরেঞ্জ দ্যা ওয়ার্ল্ড”।
১ ডিসেম্বর (বুধবার) দুপুরে লাকসাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লাকসাম এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে এবং শিশু ফোরামের সভাপতি ফারজানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম সাইফুল আলম ১৬ দিনব্যাপী ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল আউয়াল জুয়েল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গ্রাম উন্নয়ন কমিটি (বিডিসি) সভাপতি মোঃ মোস্তফা গাজী, শিশু ফোরামের সাধারণ সম্পাদক বাধন দে। এতে উপস্থিত ছিলেন নশরতপুর গ্রাম উন্নয়ন কমিটি (বিডিসি) সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, লাকসাম এপি প্রোগ্রাম অফিসার মহসীন খান, লাকী গোমেজ, স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার সুমন যোসেফ রোজারিও, স্পন্সরশীপ এন্ড সিস্টেম সাপোর্ট অফিসার লীজা হালদার প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও একেএম সাইফুল আলম বলেন, নারীর প্রতি সকল নির্যাতন নির্মূলে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে এবং সমাজের সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচারাভিযান চালিয়ে যেতে হবে। যৌতুক ও বাল্যবিয়ে বন্ধ করতে। তিনি আরো বলেন, বিশ্বজুড়েই নারীরা প্রতিদিন, প্রতিমুহূর্তে নানা ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছে। এদের মধ্যে কেউ সঙ্গী দ্বারা, কেউ আবার পারিবারিক পরিসরে শারীরিক, মানসিক কিংবা যৌন নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত। এসব সহিংসতার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি।
Leave a Reply