1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:০৬ পূর্বাহ্ন

শেরপুরে নবনির্বাচিত ইউপি সদস‍্যকে সংবর্ধনা দিলেন স্কুল শিক্ষার্থীরা

মুরাদ হাসান
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২৪ বার পঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে নবনির্বাচিত ইউপি সদস‍্য আহসান হাবিব মাস্টারকে সংবর্ধনা দিলেন স্কুল শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার ১নং কামারের চর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের নব নির্বাচিত এই ইউপি সদস‍্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেই সাথে ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করেন কামারের চর আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা।

কামারের চর আইডিয়াল স্কুল মিলনায়নে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সারোয়ার জাহান।

সভাপতির বক্তব‍্যে তিনি বলেন, আহসান হাবিব মাস্টার মোরগ প্রতীকে কামারের চর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস‍্য নির্বাচিত  হওয়ায় এলাকার সর্বস্তরের জনগনের মুখে যে হাসি ফুটে উঠেছে তা অবিশ্বাস্য। যা ইতিপূর্বে আমি দেখিনি।

তিনি আরও বলেন,আমি আশা করি, আহসান হাবিব মাস্টার এলাকার উন্নয়নের সর্বচ্চ চেষ্টা থাকবে। তার মেধা এবং বুদ্ধি দিয়ে এলাকাবাসীর ভাগ‍্য উন্নয়নে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক মো রনি তিনি বলেন, আহসান হাবিব মাস্টার পেশায় একজন শিক্ষক তাই আমি তার কাছে প্রত‍্যশা করবো এলাকায় শিক্ষার মানোন্নয়,  শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিদা প্রদান করাসহ শিক্ষা ব‍্যবস্থা প্রসারে তার বিশেষ ভুমিকা থাকবে।

এসময় সংবর্ধিত ব‍্যক্তি নবনির্বাচিত ইউপি সদস‍্য আহসান হাবিব মাস্টার বলেন, আপনারা আমাকেভোট প্রদান করে যে দায়িত্ব অর্পণ করেছেন ইনশাআল্লাহ আমি তা যথাযথ ভাবে পালন করে যাবো। আমি আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা চাই। আপনাদের সুখে- দূখে, আপদে- বিপদে সবসময় আমি আপনাদের পাশে থাকব।

বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে পড়াশোনা করার ব্যবস্থা করে দিবো।

মোঃ মোরাদ হাসানের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মোঃ নজরুল ইসলাম, জসিম উদ্দিন, মোকাব্বের হোসেন,আব্দুল আহাদ,আব্দুস সালাম,জাকির, ইউসুফ, সোহান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..