খালিদ হাসান রিংকু, কুষ্টিয়া
কুষ্টিয়ায় স্ত্রী রংগীলা খাতুনকে হত্যার দায়ে স্বামী রাহিদুলের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (প্রথম আদালত) তাজুল ইসলাম’র আদালত রায় প্রদান করেন। বৃহস্পতিবার দুপুরে এক জনকীর্ণ আদালতে রায় পড়ে শোনান আদালতের বিজ্ঞ বিচারক। এ সময় আসামী রাহিদুল আদালতে উপস্থিত ছিলেন না।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত রাহিদুল ইসলাম জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মন্ডল পাড়ার ইন্তাজ আলীর ছেলে।
আদালত সুত্রে জানা যায়, ২০১০ সালে ৬ জুন দিবাগত রাত দেড়টার সময় স্বামী-স্ত্রী বাগ-বিতন্ডার এক পর্যায়ে রাহিদুল তার স্ত্রী রংগীলা খাতুনকে বালিশ চাপা দিয়ে হত্যা করে।
ওই দিনই নিহতের চাচা দিদার হোসেন বাদী হয়ে তিনজনকে আসামী করে দৌলতপুর থানায় মামলা করেন।
আদালত দীর্ঘ শুনানী ও স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহন শেষে তথ্য প্রমানের ভিত্তিতে স্বামী রাহিদুল ইসলাম দোষী সাব্যস্ত হওয়ায় এ রায় প্রদান করেন।
Leave a Reply