নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন জয়িতাকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু বিষয়ক কার্যালয় এবং উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ মাঠে র্যালি শুরু হয়ে বিভিন্ন অলিগলি পদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
এ বছরের সংবর্ধিত জয়িতারা হলেন: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহানা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আরেফা ফেরদৌস, সফল জননী নারী আয়েশা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন যে নারী লাইলী আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী লুৎফুন্নাহার বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক লাভলী সাহার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুর নবী প্রমূখ।
Leave a Reply