1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:৩৫ পূর্বাহ্ন

নববধূকে ঘরে তোলা হলো না শরীফুলের: এর আগেই তার গলাকাটা লাশ উদ্ধার

আবু সাইদ
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২১৩ বার পঠিত

 গাজীপুর প্রতিনিধি

প্রেম করে মাত্র  ১০ দিন আগে বিয়ে করেছিল অটোরিক্সা চালক শরীফুল ইসলাম লুৎফর (২০)। শুক্রবার (১০ ডিসেম্বর)  বউ তুলে আনার কথা তার।  নববধুকে আর তার তুলে আনা হলোনা। এর আগেই  পুলিশ উদ্ধার করলো তার গলাকাটা লাশ। 

এমনই ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামে। পুলিশ  ওই গ্রামের গাজারী বনের ভেতর। থেকে শরীফুলের মরদেহটি উদ্ধার করে। নিহত শরীফুল বনখড়িয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন। 

নিহতের স্বজনরা জানায়, লুৎফর ভাড়া করা অটোরিক্সা চালাত। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে অটোরিক্সা নিয়ে বের হয়। সন্ধ্যায় সে বাড়ী ফিরে আসেনি। স্থানীয় লোকজন বনখড়িয়া এলাকার গাজারী বনের ভেতর একটি অটোরিক্সা পড়ে থাকতে দেখে। এমন খবরের ভিত্তিতে অটোরিক্সার মালিক মোশারফসহ লুৎফরের স্বজনরা গিয়ে অটোরিক্সাটি চিনতে পারেে। এদিকে অটোরিক্সাটি পাওয়া গেলেও শরীফুলের হদিস খুঁজে পাওয়া যায়নি। অনেকে খোঁজাখোজির পরও তার সন্ধ্যান মেলেনি।

স্থানীয় ইউপি সদস্য মো: আলেক মিয়া জানান, ঘটনাটি শুনে শ্রীপুর থানা পুলিশকে অবহিত করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের সাথে নিয়ে অটোরিক্সাটি পরে থাকা স্থানটির আশপাশের  এলাকাসহ বনের ভেতর খোঁজাখুজি করে শরীফুলের সন্ধ্যান করতে পারেনি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন বনখড়িয়া থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনম্যান্টগামী সড়কের পাশে বনের ভিতর একটি মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে অটোরিক্সা চালক শরীফুলের গলাকাটা লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে বনখড়িয়া বনের ভেতর খোঁজাখুজি করে লুৎফরের সন্ধ্যান পাওয়া যায়নি। শুক্রবার সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..