গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শওকত রানা লাবু বিজয়ের জন্য গলায় কাফনের কাপড় পরে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
চেয়ারম্যান প্রার্থী শওকত রানা লাবু জানান, গত নির্বাচনে তিনি কাফনের কাপড় পরে নির্বাচন করে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবারও নির্বাচনকে সামনে রেখে গলায় কাফনের জড়িয়ে নির্বাচনী প্রচারনায় নেমেছেন তিনি। কাফনের কাপড় জড়ানোর কারন জানতে চাইলে তিনি জানান, কারো ভয়ে আমি কাফনের কাপড় পরিনি মূলত গত বারের মতো নির্বাচনে জয় লাভ করতেই এই ভাবে প্রচারনার চালিয়ে যাচ্ছি।
চেয়ারম্যান প্রার্থী শওকত রানা লাবুর কর্মী ও সমর্থক নজরুল ইসলাম জানান, আমার জানা মতে ঠান্ডা জনিত কারনে চেয়ারম্যান লাবু ওই সাদা কাপড় পড়েছেন। তার পরেও আমি বিষয়টি জেনে আপনাকে জানাচ্ছি।
তবে স্থানীয় ভোটাররা জানান, বিজয় তো জনগন করবে ভোটের মাধ্যমে। এখানে সাদা কাপর আর কালো কাপড়ে কিছু যায় আসেনা। জনগণ তাদের প্রকৃত নেতাকে ঠিকই নির্বাচনের মাধ্যমে বেছে নিবেন।
এবিষয়ে নৌকার মনোনয় প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী মোঃ শরিফুল ইসলাম শরিফ জানান, এটা তার নির্বাচনে জয় লাভ করার ব্যর্থ চেষ্টা আর জনগণকে ধোকা দেবার কৌশল মাত্র। আমার জানা মতে জনগণ এতে সারা দিবে না। জনগণ ঠিকই তাদের যোগ্য নেতাকে বেছে নিবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, যখন নির্বাচন আসে তখন মেম্বর চেয়ারম্যানদের ছড়াছড়ি দেখা যায়। প্রতিশ্রুতির কমতি দেখা যায় না। পোশাকেও আসে পরিবর্তন। কিন্তু নির্বাচন শেষে আর কেউ কারো খোঁজখবর রাখেনা। যেনারা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে জনগণের সুখে দুঃখে পাশে থাকবে এমন জনপ্রতিনিধিই তারা নির্বাচিত করবেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম জানান, এই বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। আচরন বিধি লংঘনের অভিযোগ পেলে বিষটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply