1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন

গাংনীতে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৮১ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধি

”ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত হবে জনগণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারী ঘোষণা অনুযায়ী সারাদেশে ১২ ডিসেম্বর পালিত হচ্ছে পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস । তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি  মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করেন।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাড্য যালী  বের করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম’র নেতৃত্বে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে  গাংনী হাসপাতাল, বাজার ঘুরে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাছুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার  মেয়র আহম্মেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সন্ধানী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মাশরাফি আল শামস।

এর আগে বেলা ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..