গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও ভালো ফলাফলকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ ডিসেম্বর) চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দীন শুক্তির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।
সহকারী প্রধান শিক্ষক মো. আফসার আলীর সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল বারী। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, কৃতি শিক্ষার্থী ছাবিহা ইসলাম প্রমুখ।
এসময় চলনবিল প্রেসকাবের সাধারণ সম্পাদক আলী আককাছ, সাংবাদিক মো. সাজেদুর রহমান, কাউন্সিলর রাশিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকতে হবে৷ বাবা-মা ও শিক্ষকদের কথা মানতে হবে৷ সর্বোপরি সুশৃঙ্খল ভাবে লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিদের কাছে থেকে পুরস্কার গ্রহণ করেন বার্ষিক পরীায় কৃতকার্য কৃতি শিার্থীরা। অনুষ্ঠান করেন ।
Leave a Reply