গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরসহ ১০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা পুর্বপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এঘটনায় ওই গ্রামের একই পরিবারের তিনভাইসহ চার কৃষকের ১০টি ঘর, গরু ছাগল, গোলার ধান-চালসহ আসবাবপত্র আগুনে পুড়ে অনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানায়।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন, বশির প্রামানিক (৩টি ঘর), সামছুল ইসলাম (৩টি ঘর), ইসমাইল হোসেন (২টি ঘর), আছমত আলী (১টি ঘর) ও জামাল হোসেন (১টি ঘর)। অগ্নিকাণ্ডের সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দুটি গরু ও দুটি ছাগল দগ্ধ হয়। এছাড়াও ধান-চালসহ আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতের শেষ সময়ে কোন একটি গোয়াল ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। ধারনা করা হচ্ছে কয়েল থেকে আগুনের সুচনা। মুহুর্তের মধ্যে গোয়াল ঘর থেকে আগুন অন্য ঘরগুলোতে ছড়িয়ে পরে। পরে গুরুদাসপুরের ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।
ক্ষতিগ্রস্ত ইসমাইল হোসেন জানান, তাদের তিন ভাইয়ের ঘর পাশাপাশি। কোন এক ঘরে আগুন লাগলে দ্রুত অন্য ঘরগুলোতে ছড়িয়ে পরে। আগুনে তাদের এক প্রতিবেশির ঘরও পুড়েছে। তারা প্রাণ নিয়ে বের হতে পারলেও ঘরে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়েছে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশানের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, শেষ রাতে আগুন লাগার সংবাদে দ্রুত সময়ের তিনি তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌছেন। পরে এলাকাবাসীর সহায়তা দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আনা সম্ভব হয়েছে।
খুবজীপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে তিনি ২ হাজার টাকা,শীত নিবারণের জন্য কম্বল সহায়তা প্রদান করেছেন। পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
Leave a Reply