মোঃ মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামীলীগের ৮ নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
গত ২৬ নভেম্বর থেকে গত রবিবার পর্যন্ত নরসিংদী জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি পীরজাদা কাজী মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক জিএম তালেব হোসেন স্বাক্ষরিত একাধিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই বিষয়ে রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঞা বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ৮ জন নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করেন।
দল থেকে বহিস্কৃৃতরা হলেন- রায়পুরা উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও মির্জাপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর এলাহী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ চন্দ্র বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম মিয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক মহসিন খন্দকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু তাহের, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও রায়পুরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এনামুল হক সরকার।
জানা গেছে, তৃতীয় ধাপে রায়পুরায় মোট ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিদ্রোহী চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহী ও মরজাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রতিদ্বন্ধিতা করেন। এ ছাড়া অন্য ৬ আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করেন। এতে ১২ ইউপির ৭টিতে নৌকার ভরাডুবি ঘটে।
Leave a Reply