মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে নৌকা এবং চারটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার ভোট গণনা শেষে বেসরকারী ফলাফলে তাদের নাম ঘোষণা করেন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ।
উৎসব মুখর পরিবেশে সকাল ৮টা হতেকোন রকম বিরতি ছাড়া একটানা ভোটগ্রহন চলে বিকাল চারটা পর্যন্ত। নির্বাচনে শুকুন্দী ইউনিয়নে সাদিকুর রহমান শামীম (নৌকা), চন্দনবড়ি ইউনিয়নে আব্দুর রউফ হিরন (নৌকা), চালাকচর ইউনিয়নে ফখরুল মান্নান মুক্তু (নৌকা), লেবুতলা ইউনিয়নে জাকির হোসেন আকন্দ(নৌকা), বড়চাপা ইউনিয়নে উপাধ্যক্ষ সুলতান উদ্দিন (নৌকা), একদোয়ারিয়া ইউনিয়নে মোল্লা রফিকুল ইসলাম ফারুখ (ঘোড়া), দৌলতপুর ইউনিয়নে শরীফ মাহমুদ খান বাহালুল (আনারস), গোতাশিয়া ইউনিয়নে আবুল বারাকাত রবিন (আনারস), কাচিকাটা ইউনিয়নে মোবারক হোসেন খান কনক (আনারস) বিজয়ী হয়েছেন।
উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ জানান, সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন কারা হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রতীকর ঘটনা ঘটেনি।
Leave a Reply