নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের এক বিশেষ সভা বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. আজগর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রায়পুরা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. জামাল মোল্লা, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন।
এসময় রায়পুরা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. জামাল মোল্লা ও থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানকে প্রেসক্লাবের পক্ষ হইতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. আজগর হোসেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোসলেহ উদ্দিন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি রফিকুল হক রফিক, মাজেদুল ইসলাম, এস.এম শরিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক একেএম সেলিম, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন নাসিম, মহিলা বিষয়ক সম্পাদক লাইলী আক্তার, কার্যকরি সদস্য খন্দকার শাহ নেওয়াজ, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম প্রমূখ।
বিশেষ এই সভায় রায়পুরা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত ও জনসাধারণের জানমালের নিরাপত্তা শতভাগ নিশ্চিতকরণে সাংবাদিকদের সাবির্ক সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসন। সেই সাথে পেশাগত দায়িত্বপালনে আরো সচেতনতা অবলম্বনসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেনের ধারাবহিকতা অব্যহত রাখার আহবান জানান।
বিশেষ সভার পূর্বে প্রেসক্লাব কনফারেন্স রুমে প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা (ডিসেম্বর-২০২১) অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের বিগত দিনের আয়-ব্যয় ও আগামী দিনের পথচলা দিয়ে বিশদ আলোচনা ও পরিকল্পনা গ্রহন করা হয়।
Leave a Reply